আসামী ধরতে পুলিশের অস্ত্র 'পোকিমন গো'

গেইমারদের মধ্যে উন্মাদনা ছিল শুরু থেকেই, কিন্তু এবার যেন এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে মার্কিন পুলিশের মধ্যেও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 03:39 PM
Updated : 31 July 2016, 03:39 PM

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পুলিশ স্টেশনের ফেইসবুক পেইজ থেকে সবাইকে এক বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণে 'যে কোনো নাগরিককে' 'অত্যন্ত দুর্লভ' পোকিমন খুঁজে পেতে পুলিশ স্টেশনের প্রসেসিং রুমে আসার আহ্বান জানানো হয়, এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

কিন্তু এখানে পোকিমন গো খুঁজে পাওয়ানোটাই পুলিশের মূল লক্ষ্য নয়, তাদের 'যে কোনো নাগরিক' কথার পেছনে লুকিয়ে আছে ওয়ারেন্ট থাকা নাগরিকদের ধরার লক্ষ্য। 

স্মিথফিল্ড পুলিশ ডিপার্টমেন্ট-এর ফেইসবুক পেইজের পরিচালক সার্জেন্ট ব্রায়ান মিলার বলেন, "আমার মধ্যে কৌতুকবোধ আছে। এটি এতটা বড় হবে তা নিয়ে আমার কোনো ধারণা ছিল না।"

পোকিমন গো চালু হওয়ার পর এমন ঘটনা প্রথম নয়। এর আগে নিউ হ্যাম্পশায়ার-এর পুলিশও এমন 'পোকিমন পন্থা' অবলম্বন করেছিল।

এভাবে কী কোনো লাভ হবে? কারও মনে যদি এমন প্রশ্ন এসে থাকে, তবে তাদের জেনে রাখা ভাল- ইতোমধ্যে মার্কিন পুলিশ পোকিমন গো-এর সুবাদে এক অপরাধীকে ধরেও ফেলেছে। সাইকেল চালিয়ে ওই ব্যক্তি পুলিশ স্টেশনে প্রবেশের পর পুলিশ চিনতে পারে যে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে।