রোবোটিক্সে ভারতের বস্তিবাসী শিশুরা

২০১৫ সালে একটি রোবোটিক্স প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন এক ভারতীয়। এবার তিনি ঘোষণা দিলেন স্টার্টআপ বিষয়ে ধারণা মজবুত করতে তিনি বস্তিবাসী ৭০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা দেবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 01:47 PM
Updated : 31 July 2016, 01:47 PM

আকশায় আহুজা নামের ওই ব্যক্তি পাক্ষিক ভিত্তিতে শিশুদের প্রশিক্ষণের এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে আইএএনএস। তিনি বলেন, “এই জায়গায় কয়েকটি স্টার্টআপ কাজ করছে, এখানে কাজের সঙ্গে পাক্ষিকভাবে ৭০ জন বস্তিবাসী শিশু প্রশিক্ষিত হবে।” অংশগ্রহণকারী শিশুদের একটি রেডিও ক্যাবে করে নিয়ে আসা হবে, যাতে করে তারা একজন উদ্যোক্তার অনুভূতি পায়। আর সেই সঙ্গে কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে ‘ডিজিটাল ইন্ডিয়া’ ধারণার প্রচার করা যায় তা শেখানো হবে বলে জানান তিনি।

প্রথম দিন তাদের রোবোটিক্স সম্পর্কে মৌলিক ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণের জন্য তাদের সনদও প্রদান করা হবে বলে জানান আহুজা।

রোবোক্যাম্পস নামের এই প্রশিক্ষণ কেন্দ্রটি রোবোটিক্স এডুকেশন ওয়ার্ল্ড –এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ভারতের শিশুদের রোবোটিক্স আর প্রযুক্তিভিত্তিক শিক্ষাদানে কাজ করছে।

দেশটির একজন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ভিভেক আত্রায় বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের নিজেদের সম্ভাবনা বোঝাতে ও আলোকিত করতে উৎসাহ দানে এটি সমাজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।”