সনির আয়ে লেগেছে ভূমিকম্পের ধাক্কা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছিল ইমেজ সেন্সর ব্যবসায়ের একটি মূল কারখানা। সেই ভূমিকম্পে ঝাঁকি শেষ পর্যন্ত লেগেছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য সনির সর্বশেষ আর্থিক প্রতিবেদনেও। প্রতিষ্ঠানটির পরিচালনাগত লাভ কমেছে ৪২ শতাংশ।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 11:53 AM
Updated : 29 July 2016, 11:53 AM

চলতি বছর এপ্রিল থেকে জুনের প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট লাভ হয়েছে ৫৬২০ কোটি ইয়েন। যেখানে ২০১৫ সালের একই প্রান্তিকে মোট লাভের পরিমাণ ছিল ৯৬৯০ কোটি ইয়েন। 

জাপানি ইলেকট্রনিক্স পণ্যনির্মাতা প্রতিষ্ঠানটি এখনও ৩০ হাজার কোটি ইয়েন বাৎসরিক লাভের আশা করছে বলে জানিয়েছে রয়টার্স। 

এপ্রিলের ভূমিকম্পে পুরো ব্যবসায়ে আট হাজার কোটি ইয়েনের ক্ষতিসাধন হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর জুনে শেষ তিন অর্থ বছরের মধ্যে প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে সনি। আর এর ফলে প্রতিষ্ঠান প্রধান কাজুয়ো হিরাই-এর পারিশ্রমিক হয়েছে দ্বিগুণেরও বেশি।

চলতি বছর ৩১ মার্চ শেষ হওয়া সনি'র অর্থ বছরে হিরাই-কে বাৎসরিক পারিশ্রমিক দেওয়া হয়েছে ৫১ কোটি ৩০ লাখ ইয়েন। যেখানে এর আগের অর্থ বছরে অংকটা ছিল ২০ কোটি ২০ লাখ ইয়েন, শুক্রবার সনি'র নথিতে এমন তথ্য জানা যায়। শনিবার বিকাল ৪টা নাগাদ হিসেব অনুযায়ী এক মার্কিন ডলার, ১০৪.১৭ জাপানি ইয়েন-এর সমান। হিরাই-এর এই পারিশ্রমিকের অংকে কাজের উপর ভিত্তি করে দেওয়া ভাতা অন্তর্ভূক্ত, কিন্তু স্টকবিষয়ক হিসেব এর আওতায় পড়েনি।