শিশুর নামেও পোকিমন প্রভাব

কোনো বাসায় গিয়ে ফুটফুটে কোনো শিশুকে দেখে তার নাম জিজ্ঞাসা করলেন, শিশুর জবাব এল- 'পিকাচু'। অবাক হবেন? ভাববেন শিশুটি পোকিমন নিয়ে এতটাই আসক্ত যে সে নিজের নামের জায়গায়ও পছন্দের পোকিমন চরিত্রের কথা বলছে? কিন্তু এ ভাবনা সত্য নাও হতে পারে। পিকাচু হয়তো কারও পছন্দের পোকিমন চরিত্র হতে পারে, কিন্তু তা শিশুর নয়, বরং হতে পারে পছন্দটা শিশুর মা-বাবার।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 09:19 AM
Updated : 29 July 2016, 09:19 AM

হ্যাঁ, অগমেন্টেড রিয়ালিটি গেইম পোকিমন গো নিয়ে চলা সাম্প্রতিক উন্মাদনা শিশুর নাম রাখতে মা-বাবাকে প্রভাবিত করতে পারে। এর ফলে ভবিষ্যতে পোকিমন চরিত্রের নামে শিশুর সংখ্যা বেড়ে যাবে বলেই মতো বিশেষজ্ঞদের, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। 

শিশুদের নিয়ে মা-বাবাকে পরামর্শদাতা সংস্থা স্টাফ অ্যাট বেবি সেন্টার জানিয়েছে, নতুন প্রজন্মের মধ্যে পোকিমন চরিত্রের নামে উদ্বুদ্ধ হয়ে শিশুদের নাম রাখার নজির বাড়তে পারে। 

বেবি সেন্টার বৈশ্বিক সম্পাদক লিন্ডা মুর বলেন, "মা-বাবারা সবসময় শিশুর নাম রাখার ক্ষেত্রে জনপ্রিয় সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ হন। এই মূহুর্তে, পোকিমন গো-এর চেয়ে আর গরম কিছু নেই।"

শিশুদের নাম নিয়ে থাকা ঝোঁকের বিষয়ে কাজের জন্য এই প্রতিষ্ঠানটি সুপরিচিত বলে জানিয়েছে দৈনিকটি।