স্পেস ট্রেডিং ও ফাইটিং সিমুলেশন 'এলিট ডেঞ্জারাস' গেইমটিতে একটি পাজল সমাধানে হুমড়ি খেয়ে পড়েছেন প্লেয়ারেরা।
Published : 27 Jul 2016, 08:22 PM
বিবিসি জানায়, রহস্যময় এ বস্তুটি গেইমটির সাম্প্রতিক আপডেটে যোগ করা কয়েকটি "অজ্ঞাত প্রোব"-এর একটি। গেইমটির এক খেলোয়াড় রহস্যময় এ প্রোবটি তার মহাকাশযানের সেনসরের সাহায্যে স্ক্যান করতে গিয়ে এ পাজলটি খুঁজে পান। এ প্রোবের মধ্যে থাকা বস্তুগুলো জ্বলজ্বল করে সাড়া দেয় এবং পালটা এমন একটি ট্রান্সমিশন পাঠায়, যা মহাকাশযানটিকে কিছুক্ষণের জন্য অচল করে দেয়। এ খবর নানা সোশাল মিডিয়া ও গেইমটির ফোরামে ফোরামে খুব দ্রুত ছড়িয়ে পড়ার পর নানা বিশ্লেষণে এর ভেতরে লুকোনো একটি অদ্ভুত ডায়াগ্রাম বেরিয়ে আসে।
ম্যাপের আকারে থাকা এ পাজলটির ব্যাপারে নানা জল্পনা-কল্পনা করছেন অনেকেই। কেউ কেউ একে গেইমটিতে আক্রমণাত্মক একটি এলিয়েন জাতির আগমনের পূর্বাভাস বলে মনে করলেও এর সঙ্গে এতে এমন কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন না অনেকেই।
ম্যাপের এ অপ্রবেশ্য অংশটিকে সবকটি এলিট গেইমেই থাকা এলিয়েন টারগারয়েড জাতির ঘাঁটি হিসেবে ভবিষ্যতে ব্যবহার করার পরিকল্পনা নির্মাতা প্রতিষ্ঠানের থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে অন্যদের মতে এ ডায়াগ্রামটি 'মেরোপি ফাইভ সি' নামের একটি চাঁদের পৃষ্ঠে থাকা অদ্ভুত কিছু কাঠামোর দিকে ইঙ্গিত করে, যা এরই মধ্যে প্লেয়ারেরা আবিষ্কার করে ফেলেছেন। এ ছাড়াও এ সংক্রান্ত নানা মতবাদ নিয়ে সোশাল মিডিয়াগুলোয় ও ফোরামে চলছে তুমুল ঝড়।
গেইমিং নিউজ সাইট 'রক, পেপার, শটগান'-এর ব্রেন্ডান ক্যাল্ডওয়েল বলেন, "এ কথোপকথনের বেশিরভাগ অংশ জুড়েই ছিলো মানুষজনকে এটা বোঝানো যে র্যানডম কোনো ডেটায় যেখানে কোনো প্যাটার্ন নেই, সেখানে প্যাটার্ন খোঁজা থেকে বিরত থাকা উচিত।"
তিনি আরও বলেন, এ ধরনের আরও অনেক প্রমাণ রয়েছে যেখানে গেইমটির খেলোয়াড়রা কোনো রহস্য সমাধানে প্রচুর শ্রম ও সময় ব্যয় করার পর পরবর্তীতে তাতে কোনো রহস্যই পাওয়া যায়নি। তবে এক্ষেত্রে ফ্রন্টিয়ার-এর কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করেন তিনি।
তবে এ প্রসঙ্গে আর্স টেকনিকার কাছে এক বিবৃতিতে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার "মহাজাগতিক গুজব ও ধারণা" নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।