স্বয়ংক্রিয় গাড়ি ফেরত নিচ্ছে ফিয়াট

কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র থেকে তিন লাখেরও বেশি স্বয়ংক্রিয়  গাড়ি ফেরত নিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট ক্রাইসলার।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 01:49 PM
Updated : 26 July 2016, 01:49 PM

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, গাড়িগুলোর ওয়্যার হারনেসে এমন এক ত্রুটি রয়েছে, যার কারণে ফল্ট কোড সৃষ্টির মাধ্যমে গাড়ির প্রোপালশন বন্ধ হয়ে যেতে পারে।

এ সমস্যা সমাধানে সাম্প্রতিক সফটওয়্যার আপডেটে 'লিম্প মোড' ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে ত্রুটি ধরা পড়ার পরও গাড়িচালক যাতে নিরাপদে রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিতে পারেন তার ব্যবস্থা থাকছে বলে জানান তিনি। এ ছাড়াও গাড়ি থামিয়ে পুনরায় চালু করলে এ সমস্যা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া যায় বলে প্রতিষ্ঠানটির বরাতে জানায় মার্কিন সাময়িকী ফরচুন।

ওই মুখপাত্র আরও জানান, ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বরের আগে তৈরি নির্দিষ্ট কিছু গাড়িতেই এ বিরল ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসব গাড়ির মধ্যে রয়েছে মডেল-ইয়ার ২০১৫ ক্রাইসলার ২০০ মিডসাইজ সেডান, র্যা ম প্রোমাস্টার সিটি স্মল ভ্যান, জিপ রেনেগেইড এবং চেরোকি সাভ। এসব গাড়ির মালিকদের গাড়ির সফটওয়্যার আপডেট করে নিতে পরামর্শ দেন তিনি। তবে, এর পরবর্তী গাড়িগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ওয়ার হারনেস প্রস্তুত প্রক্রিয়া পাল্টে ফেলায় এ সমস্যা আর থাকছে না।

শুক্রবারের এ ঘোষণার মধ্য দিয়ে কারিগরি ত্রুটির কারণে বিশ্বব্যাপী মোট ৪,১০,০০০ গাড়ি ফেরত নিচ্ছে ফিয়াট ক্রাইসলার। এর আগে চলতি বছরের শুরুতে একটি সফটওয়্যার ত্রুটির কারণে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ১১ লাখ গাড়ি ফেরত নেয়। এতে গাড়িচালক গাড়ি থেকে বেরিয়ে পড়ার পর গাড়িটি নিজ থেকেই চলতে শুরু করে। এ ত্রুটির কারণে এ যাবত মোট ৪১টি আহত হওয়ার ঘটনা, ২১২টি সংঘর্ষ এবং ৩০৮টি সম্পদের ক্ষতিসাধনের ঘটনার খবর পাওয়া গেছে।