গুগল ম্যাপ-এ নতুন আপডেট
তাহমিন আয়শা মুর্শেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2016 04:56 PM BdST Updated: 26 Jul 2016 05:04 PM BdST
বহুদিন ধরে থাকা ব্যবহারকারীদের চাহিদায় সাড়া দিয়ে নিজেদের 'ম্যাপ' আপডেট করেছে ওয়েব জায়ান্ট গুগল। এই অ্যাপ্লিকেশনে একাধিক গন্তব্যস্থল আর দীর্ঘ ভ্রমণের জন্য সমর্থন ব্যবস্থা যোগ করেছে তারা।
লস অ্যাঞ্জেলস আর লাস ভেগাস-এর মধ্যে 'রোড ট্রিপ' দিয়ে শনিবার থেকে এই সেবা চালু করা হয়। চালুর দিন এই পথে ভ্রমণকারীদেরকে বিনামূল্যে জ্বালানী তেল, খাদ্য, এবং কফি দিয়েছে গুগল।
গুগলের সেবাদানকারী জায়গাগুলো কেবল স্মার্টফোনের ম্যাপ অ্যাপ ব্যবহারকারীরাই সহজে খুঁজে পেয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন। মোহাভি ন্যাশনাল প্রিজার্ভ-এর পাশে অবস্থিত ক্যালিফোর্নিয়ার নিপটনের একটি শেল স্টেশন থেকে দেওয়া হয় বিনামূল্যে জ্বালানী তেল। শুধু দুইটি পাম্প থেকেই এই সেবা দেওয়া হয় ।
এসব পাম্পে, ক্যালিফোর্নিয়ার ইয়ার্মোর 'পেগি সিউস' হোটেলের বার্গারও দেওয়া হয় বিনামূল্যে। তাছাড়াও 'ম্যাপ' ব্যবহারকারীদের দেওয়া হয় 'গুগ-০.১৫%' নামের কোল্ড কফি। একে 'বিশ্বের শীতলতম কফি' হিসেবে উল্লেখ করেছে গুগল।
চলতি বছর জুনে বিপজ্জনক চৌরাস্তা পার হওয়ার ক্ষেত্রে গাড়িচালকদের সহায়তায় নতুন একটি ফিচার আনে গুগল মালিকানাধীন ম্যাপিং ও নেভিগেটিং অ্যাপ ওয়েজ।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে, যার ফলে ব্যস্ত রাস্তায়, বিশেষ করে ট্রাফিক লাইটবিহীন অবস্থায় বামে মোড় নেওয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, বাংলাদেশে যেমনটা হয় ডানে মোড় নেওয়ার বেলায়। এর ফলে মার্কিন গাড়িচালকেরা ডান দিকে মোড় নেওয়ার দিকেই বেশি ঝোঁকেন, যার ফলে তুলনামূলক লম্বা পথ পাড়ি দিতে হয় তাদের।
ওয়েজ-এর 'ডিফিকাল্ট ইন্টারসেকশন' ফিচারটি এ ধরনের মোড়ের ক্ষেত্রে তা এড়িয়ে যাওয়ার জন্য বিকল্প রাস্তা খুঁজে দেবে। আর এ বিকল্প রাস্তায় যদি স্বাভাবিক মোড়ের চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিতে হয়, তবে গাড়িচালকেরা চাইলে বামে মোড় নিতে পারবেন। ব্যবহারকারীরা অবশ্য চাইলেই এ ফিচার বন্ধ রাখতে পারবেন।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’