পোকিমন খুঁজতে সীমান্ত পাড়ি

অবৈধভাবে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের পর উদ্ধার হয়েছে পোকিমন গো খেলায় মগ্ন দুই তরুণ।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 03:57 PM
Updated : 25 July 2016, 03:57 PM

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল-এর বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার অজ্ঞাতনামা এ দুই কানাডীয় তরুণ দেশ দুটির মধ্যবর্তী সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের মনটানা অঙ্গরাজ্যের জনমানবশূন্য এলাকায় ঢুকে পড়ে। পরবর্তীতে বর্ডার পেট্রল সদস্যেরা তাদের পোকিমন গেইম খেলায় রত খুঁজে পেয়ে উদ্ধার করে এবং তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

এ সংস্থার মুখপাত্র মাইকেল র্যােপল্ড বলেন, "দুই তরুণই পোকিমন গো খেলায় এমন মগ্ন ছিলো যে তারা নিজেদের অবস্থান সম্পর্কে ধারণাই হারিয়ে ফেলে।"

নিনটেনডো-এর স্মার্টফোন অগমেন্টেড রিয়ালিটি গেইম পোকিমন গো এ মাসের শুরুতে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক সাফল্যের মুখ দেখে আসছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি নানা বিড়ম্বনাও পিছু ছাড়ছে না গেইমটির। পোকিমন প্লেয়ারেরা প্রায়ই বাস্তবক্ষেত্রে অমনোযোগিতার কারণে সড়ক দুর্ঘটনা সহ নানা ছোটবড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন।