অতঃপর ভেরাইজন মালিকানায় ইয়াহু

সব জল্পনা-কল্পনা শেষে এক সময়কার মার্কিন ইন্টারনেট জায়ান্ট ইয়াহু-এর মূল ইন্টারনেট ব্যবসায় (সার্চ ও বিজ্ঞাপন) কিনছে টেলিযোগাযোগ সেবাদাতা আরেক মার্কিন প্রতিষ্ঠান ভেরাইজন। এ জন্য ৪৮৩ কোটি ডলার গুণতে সম্মত হয়েছে ক্রেতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 11:54 AM
Updated : 25 July 2016, 12:47 PM

ভেরাইজনের মালিকানায় রয়েছে একসময়ের আরেক নামজাদা প্রতিষ্ঠান আমেরিকা অনলাইন বা এওএল।

ইতোমধ্যে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

চলতি ফেব্রুয়ারিতে ইয়াহু নিজেদের মূল ইন্টারনেট ব্যবসায়ের ক্ষেত্রে 'কৌশলগত বিকল্প' খোঁজার ঘোষণা দেয়।

রয়টার্স জানায়, ইয়াহু-এর এই ব্যবসায় কেনার মাধ্যমে ভেরাইজন-এর এওএল ইন্টারনেট ব্যবসায় আরও প্রসারিত হবে।

অপারেটিং প্রতিষ্ঠান হিসেবে ইয়াহু যুগের সমাপ্তি টানল এই চুক্তি। এখন ইয়াহু-এর ব্যবসায় বলতে রয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা-তে থাকা ১৫ শতাংশ শেয়ার আর ইয়াহু জাপানে থাকে ৩৫.৫ শতাংশ শেয়ার।

সোমবার ইয়াহু প্রধান মারিসা মেয়ার বলেন, "কার্যত আমাদের এশিয়ান ব্যবসায়ে থাকা শেয়ার আলাদা করার পদক্ষেপ- আমাদের অপারেটিং ব্যবসায় বিক্রি ইয়াহু-এর জন্য শেয়ারধারীদের মূল্য খুলতে আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

এই বিক্রির মধ্যে ইয়াহু-এর বিভিন্ন ছোট বিনিয়োগ আর নন-কোর পেটেন্টগুলো অন্তর্ভূক্ত নয়।