বাফেট-এর চেয়েও বেজোস ধনী

সম্পদের দিক থেকে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট-কে ছাড়িয়ে গিয়েছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠাতা ও মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর মালিক জেফ বেজোস।

জাকিয়া শবনম বৃষ্টিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 01:41 PM
Updated : 24 July 2016, 01:41 PM

এ খবর প্রকাশের আগে পাওয়া ব্লুমবার্গ বিলিয়নার সূচক অনুযায়ী, বাফটের ৬৫০০ কোটি মার্কিন ডলারের তুলনায় সামান্য এগিয়ে যান বেজোস। তার ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৬৫১০ কোটি মার্কিন ডলার।

এর ফলে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আর স্পেনভিত্তিক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জারা'র সহ-প্রতিষ্ঠাতা আমানসিও অরতেগা -এর পেছনে বিশ্ব সূচকে তৃতীয় অবস্থানে আছেন বেজোস, জানিয়েছে সিএনএন।

মোট সম্পদের মূল্য ১৩.৬ কোটি মার্কিন ডলার পড়ে যাওয়ার পরও জেফ বেজোস তৃতীয় অবস্থানে থেকে যান, যার জন্য বৃহস্পতিবারের অ্যামাজনের শেয়ারে ০.২ শতাংশ ধ্বসকেই দায়ী করা যেতে পারে। কিন্তু বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে-এর শেয়ারে ১.২ শতাংস পতনের কারণে সূচক অনুযায়ী ওয়ারেন বাফেটের মোট সম্পদের মূল্য ৭৫.৪ কোটি মার্কিন ডলার কমে যায়।

অন্যদিকে, ফোর্বস-এর ধনীর তালিকায় এ খবর প্রকাশের আগ পর্যন্ত বেজোস, বাফেট-কে ছাড়াতে পারেনি।