বন্ধ হচ্ছে ভিসিআর তৈরি

ভিডিও ক্যাসেট রেকর্ডার-এর উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে জাপান, দেশটির দৈনিক নিকেই এ খবর জানায়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2016, 09:39 AM
Updated : 22 July 2016, 09:41 AM

জাপানি প্রতিষ্ঠান ফুনাই ইলেকট্রিক ৩৩ বছর ধরে ভিএইচএসচালিত ভিসিআর উৎপাদন করছিল। কিন্তু ২০১৫ সালে এটি মাত্র সাড়ে সাত লাখ ইউনিট ভিসিআর বিক্রি করে, যেখানে এর আগে এক বছরে দেড় কোটি বিক্রির নজির ছিল। শুধু তাই নয়, এটি বানাতে প্রয়োজনীয় পণ্য পাওয়াও এখন কষ্টসাধ্য বলে জানিয়েছে বিবিসি।

১৯৭০ সালে ভিসিআর যাত্রা শুরু করলেও, পরবর্তীতে ডিভিডি প্রযুক্তি বাজারে এর জায়গা দখল করে নেয়। যুক্তরাজ্যভিত্তিক বিক্রেতা প্রতিষ্ঠান ডিভিডি প্লেয়ারের জনপ্রিয়তার কারণে ভিসিআর বিক্রি বন্ধের সিদ্ধান্তটা ১২ বছর আগেই নিয়েছিল।

২০১৫ সালে ভিএইচএস-এর প্রতিদ্বন্দ্বী বেটাম্যাক্স ভিডিও ক্যাসেট বিক্রি বন্ধের ঘোষণা দেয় প্রযুক্তি নির্মাতা আরেক জাপানি প্রতিষ্ঠান সনি। এই ধরনের টেইপগুলো রেকর্ড করতে বা চালাতে ভিসিআর প্রয়োজন হত।

আইএইচএস টেকনোলজি-এর বিশ্লেষক ট্যানিয়া লোয়েফার বলেন, "ভিএইচএস-এর প্রযুক্তি এমন কিছু বলে আমি মনে করি না যে কেউ আবার এতে ফিরে যেতে চাইবে।"