পোকিমন গো নিয়ে বিরক্ত? সমাধান এখানে...

পোকিমন গো নিয়ে পোস্ট পড়তে পড়তে বিরক্ত? যদি এমন কেউ থেকে থাকেন, তার হয়তো আর খুব একটা চিন্তার কিছু নেই।

জাকিয়া শবনম বৃষ্টিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2016, 02:13 PM
Updated : 17 July 2016, 02:13 PM

গুগল ক্রোমের ‘পোকিগন’ নামের একটি নতুন এক্সটেনশনের মাধ্যমে ওয়েব থেকে পোকিমন গো সম্পর্কে যাবতীয় তথ্য সরিয়ে ফেলতে সহায়তা করবে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

কেউ যদি সেই গুহা যুগেই বাস করছেন, তবে অবশ্যই চোখে পড়ার কথা যে, পোকিমন গো নামের একটি অগমেন্টেড রিয়ালিটি গেইম বিশ্বব্যাপী বিনোদনের উৎসে পরিণত হয়েছে।

শুধু রাস্তাঘাটেই নয়, অনলাইনকেও এটি মানুষকে কম আকর্ষণ করেনি। অগণিত প্রবন্ধ, গাইড আর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট গেইমটির প্রত্যেকটি ফিচার তুলে ধরছে।

কেউ গেইমটিকে পছন্দ বা অপছন্দ যাই করুক না কেন, এ নিয়ে অনলাইনে কম পোস্ট দেখতে চাওয়ার ইচ্ছা করতেই পারেন। এজন্যই ডেভেলাপার জেইমি ফ্যারেলি গুগল ক্রোমের পোকিগন এক্সটেনশনটি তৈরি করেছেন।

ব্রাউজারে সব না হলেও অধিকাংশ এই গেইম সম্পর্কিত বিষয়বস্তু আসতে বাধা দেবে এক্সটেনশনটি।

এক্সটেনশনের বর্ণনায় বলা আছে, “পোকিমন নিয়ে শুনতে শুনতে ক্লান্ত? পোকিগন সমাধান করবে! এই এক্সটেনশন আপনার চোখকে বয়স্কদের পোকিমন নিয়ে পাগল হওয়া দেখা থেকে আটকাবে-এতটাই সহজ।"