আলিবাবা-স্যামসাং সহায়তা চুক্তি

মোবাইল লেনদেন সেবা নিয়ে একে অপরের সহযোগিতার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবং চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এমন খবর প্রকাশ করে।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 01:35 PM
Updated : 20 May 2016, 01:35 PM

দুই প্রতিষ্ঠানের মেলবন্ধনের মাধ্যমে স্যামসাংয়ের স্মার্টফোন গ্রাহকদের আলিপে-এর মাধ্যমে ব্যবহারকারীদের অর্থ পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং ইলেকট্রনিক্স। এই অনলাইন লেনদেনের প্ল্যাটফর্মটি চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবাই নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে রয়টার্স।

স্যামসাং ইলেকট্রনিক্স-এর একজন মুখপাত্র এর কাছে এই তথ্য নিয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য দিতে চাননি বলেও জানায় রয়টার্স।