বিবিসি জানায়, বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে তার বক্তব্যে বেজোস এ বিষয়টি ছাড়াও অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য নতুন কিছু সেবার প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে নতুন সেবাগুলো সম্পর্কে বেজোস বিস্তারিত কিছুই জানাননি।
তিনি জানান, অ্যামাজনের ভোক্তারা যাতে গ্রাহক সেবায় অন্তর্ভুক্ত না হওয়ায় নিজেদের "দায়িত্বজ্ঞানহীন" বলে মনে করে সেটাই তিনি চান।
বর্তমানে অ্যামাজন প্রাইমের সদস্যেরা বার্ষিক ৯৯ ডলার (৮০ ইউরো)-এর বিনিময়ে পরের দিনই এসে পৌঁছাবে এমন অসীম সংখ্যক ডেলিভারি পেতে পারেন। এর সাথে আরও রয়েছে বিনামূল্যেই একটি ভিডিও ও মিউজিক স্ট্রিমিং সেবা এবং কিন্ডলের লেন্ডিং লাইব্রেরিতে প্রবেশাধিকার।
বেজোস বলেন, "অবশ্যই আমরা আরও কিছু দোকান খুলতে যাচ্ছি, তবে ঠিক কতটি তা আমরা এখনও পর্যন্ত জানি না। প্রথমদিকে প্রচুর আয়ের প্রচেষ্টার বদলে
শেখাটাই থাকে মূল উদ্দেশ্য।"
অ্যামাজনের প্রথম দোকানটি খোলা হয় ২০১৫ সালে সিয়াটলে, এবং এরপর এ গ্রীষ্মে স্যান ডিয়েগোতে দ্বিতীয় আরেকটি দোকান চালু হয়।
স্যান ফ্রান্সিসকো-তে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতিষ্ঠানটির বার্ষিক বৈঠকে প্রধান কার্যনির্বাহক আর্ট পেক বলেন, "অ্যামাজন বা অন্যদের বিবেচনায় না রাখাটা ভুলই হবে।"