এবার খাদ্যপণ্য ব্যবসায় অ্যামাজন

অন্যান্য ব্যবসায় ব্যাপক সফলতা পাওয়ার পর এবার খাবার পণ্য ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 11:16 AM
Updated : 20 May 2016, 11:16 AM

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শেষেই প্রথমবারের মতো নিজস্ব খাবারের ব্রান্ড উন্মোচন করতে যাচ্ছে অ্যামাজন। প্রতিষ্ঠানের মালিকানাধীন ব্র্যান্ডগুলোর মধ্যে হ্যাপি বেলি (বাদাম, চা, তেল), উইকেডলি প্রাইম (নাশতা বা হালকা খাবার) এবং মাম্মা বেয়ার (শিশুদের পণ্য) অন্তর্ভুক্ত। এগুলোর সবকটি ডিজাইনই অ্যামাজনের নিজের তৈরি এবং ব্র্যান্ডগুলো থেকে আসা গোটা মুনাফাও যাবে অ্যামাজনের পকেটেই।

এর আগেও নিজস্ব মালিকানাধীন পণ্য অনলাইনে বিক্রি করেছে অ্যামাজন যার মধ্যে টিসু পেপার এবং ব্যাটারি অন্যতম। তবে খাবারের পণ্য বিক্রির নজির এবারই প্রথম এবং এর পেছনে উপযুক্ত যুক্তি রয়েছে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

ডেটা সংরক্ষণ সাইট স্ট্যাটিস্টা-এর দেওয়া তথ্য মতে, ২০১৫ সালেই খাবারের বাজারে দুই লাখ ১৪ হাজার কোটি ডলারের ব্যবসা হয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আট হাজার কোটি ডলারের খাবার ব্যবসার সুযোগ থাকছে নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর হাতে।

এ ছাড়াও বিশ্বজুড়ে বিপণন পণ্য নিয়ে গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন জানায় ইউরোপে মানুষ প্রতি ৩ ডলারে ১ ডলার খরচ করেন স্ব-মালিকানাধীন সরবরাহকারীর খাবার পণ্যের পেছনে।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন তার পণ্যগুলোর উপর নজরদারী করে থাকে এবং সেই মোতাবেক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য সর্বোচ্চ বিক্রিত পণ্য নিজস্ব সংস্করনে এনে এর মূল্য তুলনামূলক ভাবে কমিয়ে দেয়। তাই খাবার পণ্যে লাভের বিষয়টি মাথায় রেখেই ব্যবসায় নামতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।