অ্যাপলের জন্য ‘শিথিল’ হল চীন

ব্যবসার ক্ষেত্রে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের জন্য নীতিমালা কিছুটা শিথিল করেছে চীন। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাপলকে কিছুটা ছাড় দিয়েছে দেশটির শিল্প এবং প্রযুক্তি মন্ত্রণালয়।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 10:47 AM
Updated : 20 May 2016, 10:47 AM

চীনের এমন আশ্বাসের পরই যেন বেশ খানিকটা মুক্তি মিলেছে অ্যাপলের। মার্কিন যুক্ত্ররাষ্ট্রের পর চীনকেই অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার বিবেচনা করা হয়ে থাকে। সম্প্রতি চীনের নতুন ব্যবসায়িক নীতিমালার মুখে দেশটিতে ব্যবসা প্রায় বন্ধই হয়ে যায় প্রতিষ্ঠানটির। দেশটিতে বৈদেশিক পণ্যের ব্যবহার কমাতে নতুন নীতিমালার প্রেক্ষিতে এ বছরই প্রথমবারের মত ব্যবসায়িক মন্দার মাঝে পড়ে অ্যাপল।

রয়টার্স জানিয়েছে, চীনের নতুন নীতিমালা অনুযায়ী আইফোন বিক্রির পরিমাণ লক্ষনীয় হারে কমতে শুরু করে। এমনকি দেশটিতে অ্যাপলের অনলাইন এন্টারটেইনমেন্ট সেবাও বন্ধ করে দেওয়া হলে এ সপ্তাহের শুরুতেই এর বিরোধীতা করতে শুরু করেন টিম কুক। চীনে ব্যবসা ফিরিয়ে নিতেই বেইজিংয়ে সাক্ষাৎকারে বসেন তিনি।

টিম কুকের সঙ্গে বৈঠকের বিষয়ে চীনের শিল্প এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান বলেন, "আমি আশা করি অ্যাপল চীনে ব্যবসা বাড়াতে পারবে। গবেষণা ও উন্নয়নের জন্য কাজ করতে পারবে এবং চীনা গ্রাহকদের সুবিধাজনক এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করতে পারবে।"

গত সপ্তাহেই অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবাদাতা প্রতিষ্ঠান দিদি ছুসিংয়ে একশ' কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাপল। এই বিনিয়োগকে অনেকটা তোপ হিসেবেই মনে করছেন অনেক বিশ্লেষক। বর্তমানে চীনের এমন শিথিলতার ফলে অ্যাপলের ওই তোপ সম্ভবত কাজে লেগেছে।

শুধু অ্যাপলই নয়, চীনে অন্যা যেসব প্রতিষ্ঠান ব্যবসা করছে সকলেই অ্যাপলের পন্থা অবলম্বন করছে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা। "এটি স্পষ্ট যে, প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে চীন অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও একই নীতিতে এগোচ্ছে। ব্যবসার কারণে নয় অ্যাপল ভক্তদের জনপ্রিয়তার জন্যই অ্যাপল এর থেকে বেরিয়ে এসেছে।", বলেন বিশ্লেষক বেন থম্পসন।

ইনটেল, কোয়ালকম এবং সিসকো’র মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোও চীনে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছে বলেও জানিয়েছে রয়টার্স। টিম কুকের সাক্ষাৎকারের বিষয়ে অ্যাপলের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।