অগমেডিক্স বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকের পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় বলা হয়, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার সন্ধ্যায় অগমেডিক্স ভবনে অনুষ্ঠিত ‘জমকালো’ আয়োজনে গুগল গ্লাসভিত্তিক বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ এ স্টার্টআপ প্রতিষ্ঠানের নতুন লোগো উন্মোচন করা হয় এবং ভবনের নতুন ব্র্যান্ডিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অগমেডিক্স বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে ও শিগগিরই অগমেডিক্স বাংলাদেশে প্রায় সাত হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অগমেডিক্স-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়ান শাকিল এবং আরেক সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পেলু ট্র্যান গুগল গ্লাসভিত্তিক বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ এ স্টার্টআপ কোম্পানির স্বপ্নদ্রষ্টা। স্যান ফ্রান্সিসকোভিত্তিক এ প্রতিষ্ঠান ভারত ও বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) হিসেবে ব্যবসা স্থাপন ও পরিচালনা করছে।
অনুষ্ঠানে পলক বলেন, “অগমেডিক্সের প্রতিষ্ঠাতা ইয়ান শাকিল একজন বাংলাদেশী ভেবে আমি খুবই আনন্দিত। তার এই উদ্যোগে বাংলাদেশ একটি স্ট্রাটেজিক কান্ট্রি হিসেবে মূল্যায়ন পেয়েছে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, “আমরা বাংলাদেশে আইসিটি খাতে দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সরকারির পাশাপাশি বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা আইসিটি খাতকে আরও গতিশীল করছে। আইসিটি মন্ত্রণালয় ও হাই টেক পার্ক অথরিটি অগমেডিক্সেম মতো উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে।”