বর্তমান সময়ে ডেটা স্টোরেজ বলতে আমরা বুঝি মেমোরি কার্ড, হার্ডডিস্ক, প্রচলিত হাই-স্পিড টেপ লাইব্রেরি ইত্যাদি। কিন্তু শুরুতে হার্ডওয়্যারগুলো এমন ছিল না। আগের ডেটা স্টোরেজগুলো বর্তমানের তুলনায় ছিল সম্পূর্ণ ভিন্ন।
Published : 16 Dec 2015, 06:34 PM
১৯৫০ থেকে ১৯৮০ সালের দিকে ব্যবহৃত ডেটা স্টোরেজগুলো নিয়ে প্রতিবেদন করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরিপাবলিক। আসুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে-
কমোডোর ১৫৪১
১৯৮০ সালে ৫.২৫ ইঞ্চির এই ফ্লপি ডিস্ক ছিল সবচেয়ে বিখ্যাত ডেটা স্টোরেজগুলোর মধ্যে একটি। যদি কেউ কমোডোর ৬৪ মাইক্রোকম্পিউটার ব্যবহার করে থাকেন, তবে এটি তার মনে থাকার কথা।
কমোডোর পিইটি ২০০১-এর ক্যাসেট ড্রাইভ
পিইটি ২০০১ ছিল কমোডোরের প্রথম ইন-হাউস মাইক্রোকম্পিউটার। এর জন্য কোনো ডিস্ক ড্রাইভ না থাকায় টেপ ড্রাইভ বানায় কমোডোর।
কমোডোর ৪০৪০ ড্রাইভ ইউনিট
কমোডোরের বানানো আরেকটি জনপ্রিয় ড্রাইভ ছিল ৪০৪০ ডুয়াল ফ্লপি সিস্টেম।
ক্যাসেট রেকর্ডার/প্লেয়ার
১৯৭০ থেকে ১৯৮০ সালের যে কোনো মাইক্রোকম্পিউটার ব্যবহারকারীই হয়তো ডেটা সংরক্ষণের জন্য একটি স্ট্যান্ডালোন জেনেরিক ক্যাসেট প্লেয়ার ব্যবহার করেছেন।
অ্যাপল ১ এর জন্য বেসিক টেপ
১৯৭৬ থেকে ১৯৭৭ সালে বিক্রি হওয়া স্টিভ ওজনিয়াকের বানানো অ্যাপল ১ মাইক্রোকম্পিউটার ‘বেসিক’ লোড করতে হত ক্যাসেট থেকে।
ডিস্ক ২
১৯৭৭ সালে অ্যাপল ২ বিক্রি শুরুর পর থেকে ছাড়া হয় জনপ্রিয় ডিস্ক ২ ইউনিট। এর নিচের ডানপাশের কোণায় অ্যাপলের রংধনু রঙের স্টিকার লাগানো ছিল।
আটারি টেপ ড্রাইভ আর ফ্লপি ড্রাইভ
২৬০০ ভিডিও কনসোলের জন্য বিখ্যাত আটারি। কিন্তু তারা একই ধারায় অনেকগুলো মাইক্রোকম্পিউটার বানিয়েছিল। সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলোর মধ্যে আটারি ৮০০ ছিল অন্যতম।
ট্যান্ডি-রেডিও শ্যাক ড্রাইভ অ্যাসোর্টমেন্ট
ট্যান্ডি-রেডিও শ্যাক টিআরএস-৮০ কম্পিউটার সিরিজের জন্য অনেকগুলো স্টোরেজ অপশন ছিল।
মাইক্রোসফট বেসিক পেপার টেপ
১৯৬০ সালের মাঝামাঝি সময়ে ডার্টমাউথ ইউনিভার্সিটির অধ্যাপকরা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখেন। এক দশক পর, হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী পল অ্যালেন আর বিল গেটস এটি অ্যালটেয়ারের ৮৮০০ মাইক্রোকম্পিউটারে ব্যবহার করেন। তারা এটি পেপার টেপের উপর বিক্রি করেন।
আইএমএসএআই ৮০৮০ আর ফ্লপি ড্রাইভস
অ্যালটেয়ারের ক্লোন আইএমএসএআই ৮০৮০ বানায় আইএমএ অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড।
ক্রোমেমকো ২-জেডএইচ
এস-১০০ ব্যবহার করে মাইক্রোকম্পিউটার বানায় ক্রোমেমকো। এতে কোনো ফ্রন্ট প্যানেল ছিল না। এ কারণে একটি ডুয়াল ৮ ইঞ্চির ফ্লপি ড্রাইভ ইউনিটের মতো দেখায় এটি।
আধুনিক ড্রাইভের সঙ্গে ডিইসি রেইনবো
১৯৬০ আর ৭০-এর মিনি কম্পিউটারগুলোর জন্য পরিচিত ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন। এর ৫.২৫ ইঞ্চির ড্রাইভে দুটি আলাদা ড্রাইভ ব্যবহার না করে উপরের আর নিচের ডিস্কের জন্য একটি মেকানিজম ব্যবহার করা হয়।
সনি এসএমসি-৭০
এই ৩.৫ ইঞ্চির ফ্লপি ডিস্ক উদ্ভাবন করে জাপানি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।
আইবিএম ৫১১০ আর ড্রাইভ
নিচে ডুয়াল ৮ ইঞ্চি ফ্লপি ড্রাইভ ক্যাবিনেটসহ আইবিএম ৫১১০ বের করেছিল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম।
ডিইসি টিইউ৮০
আকার, আকৃতি, কম্পন আর শব্দের জন্য ওয়াশিং মেশিন ড্রাইভ নামে পরিচিত ছিল এটি। আরেকটি ডিইসি ইউনিট ছিল আরএলও২। আরএলও২- এর স্লাইডগুলো সামনে দিয়ে খুলে একটি ডিস্ক প্যাক প্রবেশ করানো হতো। অনেকটা সিডি-ডিভিডি প্রবেশ করানোর মতো, ভিন্নতা হচ্ছে ডিস্ক প্যাকগুলো ছিল ১০ পাউন্ডের।
ডিইসি ডুয়াল ৮-ইঞ্চি ফ্লপি
ডিইসি-এর অনেক ড্রাইভ ছিল। এটি মডেল আরএক্স০২ ডুয়াল ৮-ইঞ্চি ফ্লপি ইউনিট।
আইবিএম মডেল ২৯ কিপাঞ্চ
কয়েক দশক ধরে মেইনফ্রেইম স্টোরেজের ক্ষেত্রে পাঞ্চ কার্ডের আধিপত্য ছিল। এটি আইবিএম-এর ২৯ কিপাঞ্চ মেশিন।
বেন্ডিক্স জি-১৫ টেপ ড্রাইভ
এই টেপ ড্রাইভ একটি বেন্ডিক্স জি-১৫ ভ্যাকুয়াম টিউব মেইনফ্রেইমে যুক্ত ছিল।