
একসঙ্গে ১৫টির বেশি শেয়ারে বিনিয়োগ নয়: এমরান
যতো টাকাই থাকুক না কেন পুঁজিবাজারে একসঙ্গে ১৫টির বেশি শেয়ারে বিনিয়োগ করা উচিত নয় বলে মনে করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান।
যতো টাকাই থাকুক না কেন পুঁজিবাজারে একসঙ্গে ১৫টির বেশি শেয়ারে বিনিয়োগ করা উচিত নয় বলে মনে করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান।
পুঁজিবাজারে দক্ষ জনবল গড়ে তুলতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) থেকে প্রশিক্ষণ নিলে চাকরির জন্য বসে থাকতে হবে না বলে মনে করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হান্নান জোয়ার্দার।
লোকসানের ঝুঁকি এড়াতে লোভ ও ভয়মুক্ত হয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।
ভালো কোম্পানি কিন্তু শেয়ারের দাম কম দেখে বিনিয়োগ করতে হয়; লক্ষ্য রাখতে হয়, কোম্পানির ব্যবস্থাপকদের দক্ষতার বিষয়টি। এর সঙ্গে কোম্পানিটির পণ্যের বাজারের অবস্থাও বিবেচনায় নিতে হয়।