শ্যামপুর সুগারের দরবৃদ্ধি অস্বাভাবিক

কোনো মূল্য সংবেদনশীল তথ্য না থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ব্যাপক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 08:39 AM
Updated : 22 Nov 2017, 09:16 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেড ক্যাটাগরিতে লেনদেনে থাকা এই শেয়ারটির দর এক সপ্তাহে বেড়েছে ৪০ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ১৩ নভেম্বর থেকে শ্যামপুর সুগারের দর টানা বেড়ে চলেছে। ওই দিন শেয়ারটির দাম ছিল ২৫ টাকা ৬০ পয়সা , যা মঙ্গলবার ৩৬ টাকায় লেনদেন হয়।

কোম্পানির শেয়ারের এই দরবৃদ্ধির হারকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানতে চায় ডিএসই। জবাবে এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

১৯৯৬ সালে পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত হয় শ্যামপুর সুগার।

চার বছর ধরে টানা লোকসানে থাকা কোম্পানিটি ২০১৬ সালে ৩৪ কোটি ৮৮ লাখ টাকা লোকসান দেখিয়েছিল।

শ্যামপুর সুগারের ৫১ শতাংশ শেয়ার আছে সরকারের হাতে, প্রতিষ্ঠানের হাতে আছে ৫ দশমিক ৭৫ শতাংশ; ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩ দশমিক ২৫ শতাংশ ।