ক্রেতার চাপে বিক্রেতাশূন্য প্যারামাউন্ট টেক্সটাইল 

ক্রেতার চাপে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়ে বিক্রেতা উধাও হয়ে গেছে বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 08:09 AM
Updated : 21 Nov 2017, 11:33 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর দেড় ঘণ্টার মধ্যে শেয়ারটির দর প্রায় ১০ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৪০ পয়সা হয়ে যায়। এর ফলে দরপতনের ধারায় থাকা শেয়ারটি হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

এদিন কোম্পানির হাতবদল হওয়া শেয়ারসংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

দিনশেষে লেনদেন হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার শেয়ার, যা গতদিনের চেয়ে ১৯১ শতাংশ বেশি।

মঙ্গলবারের শেয়ারটি বছরের সর্বোচ্চ দরে লেনদেন হওয়ার কাছাকাছি চলে এসেছে। এক বছরের মধ্যে শেয়ারটি ১৮ টাকা ৬০ পয়সা থেকে ৩৯ টাকা ৭০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে।

১১৭ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকদের কাছে ৬০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে; সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০ শতাংশ; বাকি নয় দশমিক ২৫ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।