পর্ষদ সভার খবরে ইউনাইটেড পাওয়ারের দরবৃদ্ধি

পরিচালনা পর্ষদের লভ্যাংশ ও মুনাফা নির্ধারণী সভার দিন ঘোষণার পর দর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 07:55 AM
Updated : 21 Nov 2017, 11:44 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ২০১৭ সালের জুনে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের নিয়ে ২৭ নভেম্বর সভায় বসবে ইউনাইটেড পাওয়ারের পর্ষদ। সাধারণত এ ধরণের সভা থেকেই লভ্যাংশ নির্ধারণী ঘোষণা আসে।

একইদিন চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের ফল ঘোষণা করবে।

ডিএসইর ওয়েবসাইটে সকালে এ খবর আসার পর থেকেই জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ারের শেয়ারের তেজিভাব লক্ষ্য করা গেছে। 

দিনশেষে কোম্পানিটির শেয়ার দুই দশমিক ৯০ শতাংশ বেড়ে ১৭৮ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।

কোম্পানিটির নয় লাখ ৪০ হাজার ৯৬০টি শেয়ার হাতবদল হয়েছে, যা গতদিনের মোট হাতবদল হওয়া শেয়ারের থেকে ৯৭ শতাংশ বেশি।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার গত বছর শেয়ারধারীদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ্য ঘোষণা করেছিল। 

৩৬২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবদেন অনুযায়ী, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটি ১০ টাকা প্রতিটি শেয়ারে মুনাফা করেছে আট টাকা ৮৫ পয়সা। 

সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইউনাইটেড পাওয়ারের মাত্র চার দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে তিন দমমিক ৬৮ শতাংশ; ও বাকি ৯২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা/পরিচালকদের কাছে।