১৫ কোটি টাকা তুলবে চার্টার্ড লাইফ

পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন তোলার অনুমোদন পেয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 06:20 PM
Updated : 6 July 2022, 06:20 PM

বুধবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বীমা খাতের কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা তুলবে।

চার্টার্ড লাইফ এ অর্থ সরকারি ট্রেজারি বন্ডে ও পুঁজিবাজারে বিনিয়োগ করবে। পাশাপাশি আইপিওর খরচ মেটানো হবে এ অর্থ দিয়ে।

চার্টার্ড লাইফ প্রতিষ্ঠিত হয়েছে ২০১৩ সালে। কাজ শুরু করেছে ওই বছরের ৩০ জুলাই।

কোম্পানিটির চেয়ারম্যান মো. আব্দুল সহিদ ও ভাইস চেয়ারম্যান শাইখ সিরাজ।

এছাড়া কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ইউনিক হোটেল, জিপিএইচ পাওয়ার জেনারেশন ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের।

বর্তমানে কোম্পানির ৮৫ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। আইপিও এর পরে কোম্পানির ৫১ শতাংশ শেয়ার থাকবে তাদের হাতে।

চার্টার্ড লাইফের ইস্যু ব্যবস্থাপনায় আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট ও এবি ইনভেস্টমেন্ট লিমিটেড।