সূচক কমল পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2022, 02:18 PM
Updated : 26 June 2022, 02:18 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ সূচক কমেছে। দিন শেষে সূচক হয়েছে ৬ হাজার ৩০১ দশমিক শূন্য ৯ পয়েন্ট।  

ঢাকার বাজারে এদিন ৫৯৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ কম। বৃহস্পতিবার এ বাজারে ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৪ টির দর বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৮ দশমিক ৮৭ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৯ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ২৮৬ দশমিক ৬০ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০: ফু-ওয়াং ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লি., স্যালভো কেমিক্যাল, জেএমআই হাসপাতাল, আইপিডিসি, মুন্নু ফেব্রিক্স, মেট্রো স্পিনিং ও প্রাইম টেক্স।

দাম বাড়ার শীর্ষ ১০: গ্লোবাল হেভি কেমিক্যাল, মেঘনা ইন্সুরেন্স, প্রাইম টেক্স, ফু-ওয়াং ফুড, এমএইচএসএমএল, আরামিট সিমেন্ট, এলআরবিডিএল, সাফকো স্পিনিং, বঙ্গজ লি. ও সোনারগাঁও টেক্সটাইল।

দর হারানো শীর্ষ ১০: এফএএস ফাইন্যান্স, বিকন ফার্মা, পেপার প্রসেসিং, সোনালী পেপার, এইচআর টেক্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, তমিজউদ্দিন টেক্স, মনোস্পুল পেপার, সিটি জেনারেল ইন্সুরেন্স ও এক্সপ্রেস ইন্সুরেন্স।

রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক শূন্য ২৫ শতাংশ।  

বেশিরভাগ শেয়ারের দাম কমে প্রধান সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৫৯ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৫৭৩ দশমিক ২৬ পয়েন্ট।

এ বাজারে ২৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ১৬২টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ কোটি ৬০ লাখ টাকা কমে ২১ কোটি ৬৪ লাখ টাকা হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।