পুঁজিবাজার: সপ্তাহ শেষে সূচকে সামান্য উন্নতি

সপ্তাহের শেষ দিন সূচক সামান্য বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 11:22 AM
Updated : 23 June 2022, 11:22 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ৬ হাজার ৩২৭ দশমিক ৬৫ পয়েন্ট হয়েছে।  

২০২২-২০২৩ সালের বাজেট ঘোষণার পর প্রথম সপ্তাহে ডিএসইর সূচক কমেছিল ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট। আর চলতি সপ্তাহের ৫ দিনে সূচক আরও ৯৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট হারিয়েছে।

তার মানে, দুই সপ্তাহে ১৫২ দশমিক ৬৫ পয়েন্ট বা ২ দশমিক ৩৬ শতাংশ সূচক হারিয়েছে ডিএসই।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে দশমিক শূন্য ৯ শতাংশ।

এদিন ঢাকার বাজারে ৬৮৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল ৬৯৪ কোটি ৩৭ লাখ।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৬২টির কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ দশমিক ৯৩ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ২৯৮ দশমিক ৬০ পয়েন্ট।

বৃহস্পতিবার সিএসইতে ২৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম বেড়ে প্রধান সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৬১৮ দশমিক ৮৫ পয়েন্ট।

বৃহস্পতিবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৫ কোটি ৩ লাখ টাকা কমে ২৩ কোটি ২৫ লাখ টাকা হয়েছে। বুধবার লেনদেন হয়েছিল ৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।