সিটি ব্যাংক পারপেচুয়্যাল বন্ডের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিটি ব্যাংক পারপেচুয়্যাল বন্ডের লেনদেন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2022, 02:19 PM
Updated : 20 June 2022, 02:19 PM

এ উপলক্ষে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়া, সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমান, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিএসইতে বন্ডটির ট্রেডিং কোড হল CBLPBOND, আর স্ক্রিপ কোড হলো ২৬০১১।

এ বন্ড চালু করতে ২০২০ সালের ১৯ অগাস্ট বাংলাদেশ ব্যাংক এবং একই বছরের ৯ ডিসেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পায় সিটি ব্যাংক।

পারপেচ্যুয়াল বন্ড একটি হাইব্রিড সিকিউরিটি, যার কোনো ম্যাচিউরিটির সময় নেই।

তালিকাভুক্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক ২০১৯ সালে এই বন্ড ইস্যুর প্রক্রিয়া শুরু করে। দেশে এর আগে পারপেচ্যুয়াল বন্ড কেউই ইস্যু করেনি।