সূচক কমছেই

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2022, 12:42 PM
Updated : 20 June 2022, 12:42 PM

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ সূচক কমেছে।

২০২২-২০২৩ সালের বাজেট ঘোষণার পরে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট। এর পরে চলতি সপ্তাহের প্রথম দুই দিনও ডিএসইতে কমেছে সূচক।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৭৪ শতাংশ।

এদিন ঢাকার বাজারে ৮২২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৯ শতাংশ কম।

রোববার এই বাজারে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৩৬ টির দর বেড়েছে, ৩২৫টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৮ দশমিক শূন্য ২৩ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৩১৪ দশমিক ৫৮ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লি., জেএমআই হাসপাতাল, আনোয়ার গ্যালভানাইজিং, বিএসসি, শাইনপুকুর সিরামিকস, মুন্নু ফেব্রিকস, আইপিডিসি, কেডিএস এক্সেসরিজ, কাশেম ইন্ডাস্ট্রিজ ও আরএকে সিরামিকস।

দাম বাড়ার শীর্ষ ১০

মেঘনা ইন্সুরেন্স, ফাইন ফুডস, কেডিএস এক্সেসরিজ, সোনারগাঁ টেক্সটাইল, জেএমআই হাসপাতাল, হাক্কানি পাল্প, ন্যাশনাল ব্যাংক, ক্রাউন সিমেন্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস ও পদ্মা ইসলামি লাইফ ইন্সুরেন্স।

দর হারানো শীর্ষ ১০

এশিয়ান টাইগার, এফএএস ফাইন্যান্স, কাট্টালী টেক্সটাইল, মুন্নু সিরামিক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, অ্যাডভেন্ট ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৫টির দর বেড়েছে, ২২৫টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম বেড়ে প্রধান সূচক সিএএসপিআই ১৩৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৭২৮ দশমিক ৪০ পয়েন্ট।

সোমবার এ বাজারে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৮ লাখ টাকা, যেখানে আগের দিন এ সংখ্যা ছিল ২৪ কোটি ১৯ লাখ।