বাজেটের পর প্রথম দিন সূচক কমল পুঁজিবাজারে

বাজেট প্রস্তাবের আগে পুঁজিবাজারে সূচক বাড়লেও বিপরীত চিত্র দেখা গেল বাজেট ঘোষণার পর প্রথম লেনদেনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2022, 01:28 PM
Updated : 12 June 2022, 01:28 PM

বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছিল, সেদিন বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পোশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববারই প্রথম লেনদেন হয় পুঁজিবাজারে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৮ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ সূচক কমে ৬ হাজার ৪৩১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে ৬৩৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ কম। বৃহস্পতিবার এ বাজারে ৭৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

রোববার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ৩০৬টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৪০৩ দশমিক শূন্য ৮ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৩৩৪ দশমিক ৬৫ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০: শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিমিটেড, বিডি কম, আইপিডিসি, বিএসসি, ফরচুন সুজ, বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, স্যালভো কেমিক্যাল ও এনবিএল।

দাম বাড়ার শীর্ষ ১০: মেঘনা ইন্সুরেন্স, মুন্নু ফেব্রিকস, শাইনপুকুর সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রি, আইএসএন লি., ন্যাশনাল ফিডস, এস আলম কোল্ড রোল্ড, ইস্টার্ন  লুব্রিকেন্টস, সাফকো স্পিনিং ও বিএসসি।

সবচেয়ে বেশি দর হারানো ১০: সামিট অ্যালায়েন্স পোর্ট,  গ্রিন ডেল্টা ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, জনতা ইন্সুরেন্স, বিজিআইসি, ইউনাইটেড ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং ও বিচ হ্যাচারি।

রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৭১ শতাংশ। ১৩৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৮৯১ দশমিক ৪৯ পয়েন্ট।

এ বাজারে ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৪৯টির দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

রোববার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১০ কোটি ১২ লাখ টাকা কমে ২০ কোটি ৫ লাখ টাকা হয়েছে। বৃহস্পতিবার ৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।