বাজেটে ‘টেকসই’ উন্নয়নের আশা দেখছে ডিএসই

আগামী বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার শর্ত সাপেক্ষে ২০ শতাংশ করার প্রস্তাবে আশার আলো দেখছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2022, 07:44 PM
Updated : 9 June 2022, 07:44 PM

দেশের প্রধান এ পুঁজিবাজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কর ছাড়ের কারণে পুঁজিবাজার টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।  

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করতে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার আইপিও’র মাধ্যমে হস্তান্তর করা তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার ২২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে৷

তবে ১০ শতাংশ বা তার কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরকারী তালিকাভুক্ত কোম্পানির কর হার ২২.৫ শতাংশই থাকছে।