বুধবার এ বাজারে লেনদেন শুরুর প্রথম থেকেই ১০ শতাংশ বেড়ে কেনাবেচা হয় বীমা খাতের শেয়ারের।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির অভিহিত মূল্য ১০ টাকার শেয়ার ১১ টাকায় হাতবদল হয়।
এ বাজারে প্রথম দিনে কোটির বেশি ক্রেতা থাকলেও শেয়ার বিক্রি করেছেন মাত্র ৫৯৪ জন আইপিও শেয়ারধারী। ১০ টাকা দরে কেনাবেচা হয়েছে মাত্র ৬ হাজার ৫৩৪ টাকার শেয়ার।
লেনদেন চালু উপলক্ষে এদিন কোম্পানিটি আর্থিক প্রতিবেদনের তথ্যও প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে মুনাফা করেছে ২ কোটি ৭০ লাখ টাকা।
মেঘনা ইনস্যুরেন্স ১৯৯৬ সালের ১৮ মার্চ নিবন্ধন পাওয়ার পর ১৯৯৬ সালে কাজ শুরু করে।
পুঁজিবাজারে এ কোম্পানির ৪ কোটি শেয়ার আছে, যার মধ্যে ৩০ দশমিক ২৮ শতাংশ পরিচালকদের হাতে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৪ দশমিক ৯৩ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ার।
কোম্পানির বর্তমান বাজার মূলধন ৪৪ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা এবং রিজার্ভের পরিমাণ ১২ কোটি ৫১ লাখ টাকা।