পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022 09:46 PM BdST Updated: 18 May 2022 09:46 PM BdST
-
ছবি: রয়টার্স
পুঁজিবাজার নিয়ে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।
মো. মাহবুবুর রহমান নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার ব্রাক্ষণবাড়িয়া থেকে আটক করা হয়; যিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ক্লিনার বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) মোহাম্মদ তারেক বিন রশিদ।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ২০২১ সালের ২১ ডিসেম্বর ওই ব্যক্তি ফেইসবুকে পুজিবাজারের সূচক অনেক কমে যাবে বলে প্রচারণা চালিয়ে সবাইকে শেয়ার বিক্রি করতে বলেন।
এরপর ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্ততিতে জানানো হয়।
পুঁজিবাজার নিয়ে গুজব রটানো ৩১টি ফেইসবুক আইডি নিষ্ক্রিয়: কমিশনার
গোয়েন্দা কর্মকর্তা তারেক বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্লিনার মাহবুবুর তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, মাহবুবুর পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বিএসইসির পক্ষ থেকে সাধারণ ডাইরি করা হয়েছিল।
মাহবুবুর ‘শেয়ার বাজার ২০২১’ নামে একটি ফেইসবুক পেইজ খুলে পুঁজিবাজারের শেয়ারের দামকে প্রভাবিত করে আসছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিএসইসি।
ওই ব্যক্তি ২০২১ সালের ১৯ ডিসেম্বর ওই পেইজে লেখেন, “যে যা পারেন সেল দিয়ে বের হয়ে যান ইনডেক্স ৫৬০০ পর্যন্ত পড়বে... পেনিক নয় বাস্তবতা।”
এটি বিএসইসির নজরে আসার পর ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় কমিশনের উপ পরিচালক মুন্সী মো. এনামুল হক ডায়েরি করেছিলেন।
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'