আরও বড় পতনে ডিএসই সূচক ১০ মাস আগের অবস্থানে

শেয়ার বিক্রির চাপ বজায় থাকায় পতন গড়িয়েছে ষষ্ঠ দিনে; এতে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক নেমে গেছে ১০ মাস আগের অবস্থানে।   

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2022, 12:36 PM
Updated : 18 May 2022, 12:36 PM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স কমেছে ৯৩ পয়েন্টের বেশি, শতকরা হারে ১ দশমিক ৪৬ শতাংশ।

টানা পতনে দিন শেষে সূচক নেমেছে ৬ হাজার ৩০৯ দশমিক ৯২ পেয়েন্টে। সূচকের এ অবস্থান গত ১০ মাস ৩ দিনের মধ্যে কম। এর আগে এর চেয়ে সূচক কম ছিল ২০২১ সালের ১৫ জুলাই। ডিএসইএক্স ছিল ৬ হাজার ৩০৭ দশমিক ৩৬ পয়েন্টে।

এ নিয়ে ছয় দিন ধরে টানা সূচক কমছে উভয় বাজারে। প্রতিদিনই বেশির ভাগ শেয়ারের দাম কমায় এই কয় দিনে ডিএসই সূচক কমেছে ৫ দশমিক ৮ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতায় পণ্যের দাম বাড়া আর দেশে ডলারের ঊর্ধ্বমুখী হয়ে পড়াসহ বিভিন্ন খবরে এক ধরনের আতঙ্ক থেকে শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা। প্রতিদিন দাম কমলেও বিক্রির প্রবণতা থেমে নেই।

এদিন দর কমা ৩১০টি শেয়ারের মধ্যে ৬০টির দর কমেছে ৪ শতাংশের বেশি। অর্থাত্ এসব শেয়ারের দাম কমেছে সর্বোচ্চ সীমা পর্যন্ত।

বর্তমান নিয়মে ২০০ টাকা পর্যন্ত দরের কোনো শেয়ার একদিনে সর্বোচ্চ ৫ শতাংশ কমতে পারে।  

ঢাকার বাজারে এদিন ৭৬২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ১৬ শতাংশ কম। মঙ্গলবার ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়। এর মধ্যে ৪২ টির দর বেড়েছে, ৩১০টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৪০৮ দশমিক ৭৭ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৩৬৩ দশমিক ৬৭ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লিঃ, ইসলামি ব্যাংক, শাইনপুকুর সিরামিক, জেএমআই হসপিটাল, স্যালভো কেমিক্যাল, আরডি ফুড, আইপিডিসি, বঙ্গজ লি, এসিআই ফর্মুলেশন ও লাফার্জহোলসিম বাংলাদেশ।

দাম বাড়ার শীর্ষ ১০

এসআলম কোল্ডরোল, বঙ্গজ লিঃ, বিডি থাই ফুড, আইসিবি অগ্রণী ওয়ান মি.ফা., ইসলামি ব্যাংক, বিকন ফার্মা, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড, ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও এলআর গ্লোবাল মি, ফা. ১।

দর হারানো শীর্ষ ১০

জেএমআই হসপিটাল, এসিআই ফর্মুলেশন, ডেল্টা লাইফ, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিক, আইপিডিসি, জেনেক্স ইনফোসিস, নাহী অ্যালুমিনিয়াম, জিল বাংলা সুগার ও এশিয়া ইন্স্যুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনদেন কমেছে।

এ বাজারে ২৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ২১৪টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ১৭০ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৫৭৫ দশমিক ১৬ পয়েন্ট।

বুধবার এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৯১ শতাংশ। এ নিয়ে গত ছয় দিনে ১ হাজার ৬৪ পয়েন্ট বা ৫ দশমিক ৪২ শতাংশ সূচক হারাল দেশের দ্বিতীয় পুঁজিবাজার।

বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫ কোটি ৫৭ লাখ টাকা কমে ২২ কোটি ৩৬ লাখ টাকা হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।