পুঁজিবাজারে সূচক পতনের ধারা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 01:26 PM BdST Updated: 16 May 2022 01:26 PM BdST
সপ্তাহের দ্বিতীয় দিন প্রথম তিন ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারের সূচকেই বড় পতন হয়েছে।
সোমবার বেলা ১২টা পর্যন্ত লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৫ দশমিক ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৪৬০ দশমিক ৩৬ পয়েন্ট হয়েছে।
ঢাকার বাজারে ওই সময় পর্যন্ত ৫১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। হাতবদল হয় মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, এর মধ্যে ২৯টির দর বাড়ে, ৩৩৫টির কমে এবং ১৪টির দর অপরিবর্তিত থাকে।
ওই সময় পর্যন্ত ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৪১৬ দশমিক ৯৬ পয়েন্ট হয়। আর ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে হয় ২ হাজার ৩৭৩ দশমিক ১৬ পয়েন্ট।
তিন ঘণ্টার লেনদেনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৬৩ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১৮ হাজার ৯৮৫ দশমিক ১৬ পয়েন্ট হয়।
বেলা ১২টা পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। কেনাবেচা হয় ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ৩৬টির দর বাড়ে, ১৯১টির কমে এবং ১৮টির দর অপরিবর্তিত থাকে।
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- মুকুল বোস মারা গেছেন
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক