আরও ২০০% নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো বাংলাদেশ

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২১-২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের আরও ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2022, 08:52 AM
Updated : 28 April 2022, 08:52 AM

বৃহ্স্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ কোম্পানির চূড়ান্ত লভ্যাংশের এই ঘোষণা দেওয়া হয়।

সব মিলে ২০২১-২২ সালে বিনিয়োগকারীদের জন্য ৮০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো। এর আগে অর্ন্তবর্তীকালীন ৬০০ শতাংশ লভ্যাংশ ইতোমধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন।

চূড়ান্ত লভ্যাংশ জানানোর দিনে পুরো বছরের মুনাফা বাড়ার খবরও দিয়েছে ম্যারিকো বাংলাদেশ।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ সালে এ কোম্পানি প্রতি শেয়ারে ১১২ টাকা ৮২ পয়সা মুনাফা করেছে। আগের বছর প্রতি শেয়ারে মুনাফা করেছিল ৯৮ টাকা ৬৯ পয়সা।

শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১১৪ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর এই সময় ১০৪ টাকা ৯১ পয়সা ছিল।

বছর শেষে তাদের শেয়ারপ্রতি নগদ সম্পদ মূল্য হয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর এই সময় ছিল ৫১ টাকা ৯৫ পয়সা।