বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং স্কয়ার টেক্সটাইলের মুনাফার তথ্য প্রকাশ করা হয়।
ওষুধ খাতে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যাল ২০২১-২২ সালের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ১৫ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর একই সময়ে ৪ টাকা ৩৬ পয়সা ছিল।
সেই হিসাবে ওষুধ খাতের এই কোম্পানির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৭৯ পয়সা বা ১৮ দশমিক ১২ শতাংশ বেড়েছে।
আর নয় মাসে তাদের তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৬ টাকা ৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৩ টাকা ১২ পয়সা ছিল।
সেই হিসাবে নয় মাসে এ কোম্পানির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ৯১ পয়সা বা ২২ দশমিক ১৮ শতাংশ।
বস্ত্র খাতে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল জানুয়ারি-মার্চ সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৪৭ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর একই সময় ১ টাকা ৫ পয়সা ছিল।
সেই হিসাবে মুনাফা বেড়েছে ১ টাকা ৪২ পয়সা বা ১৩৫ দশমিক ২৪ শতাংশ।
নয় মাসে এ কোম্পানির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭ টাকা ১৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৮৪ পয়সা ছিল।
সেই হিসাবে নয় মাসে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৫ টাকা ৩১ পয়সা বা ২৮৮ দশমিক ৫৯ শতাংশ।