ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের চতুর্থ দিন সূচক সামান্য বাড়লেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2022, 11:43 AM
Updated : 13 April 2022, 11:43 AM

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৮৪ দশমিক ৯৭ পয়েন্ট হয়েছে।

এদিন মোট ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৩২ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়।এর মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১৮৪টির কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৭ দশমিক ৭৯ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৪৪০ দশমিক ৪৫ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০: বেক্সিমকো লিমিটেড, সোনালী পেপার, আইপিডিসি, প্রভাতী ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, বিএটিবিসি ও বিডি ল্যাম্পস।

দাম বাড়ার শীর্ষ ১০: জেএমআই হসপিটাল, এইচ আর টেক্সটাইল, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মা, স্যালভো কেমিক্যাল, অ্যাম্বি ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ও এনসিসি ব্যাংক।

সবচেয়ে বেশি দর হারানো ১০: তাক্কাফুল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, পিপলস ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, বিডি কম, হাওয়া ওয়েল টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল ও আমরা টেকনোলজি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে।

এ বাজারে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৬৫টির দর বেড়েছে, ১৬৪টির কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৯ হাজার ৩৬৬ দশমিক ৯১ পয়েন্ট।

বুধবার এ বাজারে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ১৩ কোটি ৫৫ লাখ টাকা।