সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2022, 11:44 AM
Updated : 4 April 2022, 11:44 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭১৮ দশমিক ৯১ পয়েন্ট হয়েছে।

ঢাকার বাজারে এদিন ৬২০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৮১ শতাংশ কম। রোববার ৮৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৪৬টির দর বেড়েছে, ২৯৬টির কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৬২ দশমিক শূন্য ৫ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ২৬ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪৬৮ দশমিক ৭২ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০: আইপিডিসি, ভিএফএস থ্রেড, বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, নাহী অ্যালুমিনিয়াম, বিডি ল্যাম্পস, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, ইয়াকিন পলিমার ও ফু-ওয়াং ফুড।

দাম বাড়ার শীর্ষ ১০: জেএমআই হসপিটাল, রংপুর ফাউন্ড্রি, জেমিনি সি ফুড, অ্যাপেক্স ট্যানারি, ভিএফএস থ্রেড, প্রাইম ফাইন্যান্স, এনভয় টেক্সটাইল, এএমসিএল (প্রাণ), জিকিউ বলপেন ও বিকন ফার্মা।

সবচেয়ে বেশি দর হারানো ১০ : ফরচুন সুজ, রেকিট বেনকাইজার, সোনালী পেপার, রিপাবলিক ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিনে সূচক ও লেনদেন কমেছে।

এ বাজারে ২৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ১৯৭টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ১২৪ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ১৯ হাজার ৭০০ দশমিক ৫৯ পয়েন্ট।

সোমবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২২ দশমিক ৮৬ শতাংশ বা ৪ কোটি ৩২ লাখ টাকা কমে ১৪ কোটি ৫৬ লাখ টাকা হয়েছে। রোববার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার।