জেএমআই হসপিটাল: প্রথম দিন নামমাত্র লেনদেনে দর বাড়ল ১০%

পুঁজিবাজারে প্রথম দিনের লেনদেনে জেএমআই হসপিটালের শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 06:39 PM
Updated : 31 March 2022, 06:39 PM

আইপিও ছাড়ার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরে বিবিধ খাতের এই কোম্পানির শেয়ার বৃহস্পতিবারই প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়।

পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা তোলার অনুমোদন পাওয়ার পর জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেছিল ২০ টাকায়।

বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম ছিল ২২ টাকা। অর্থাৎ প্রথম লেনদেনে ২০ টাকার শেয়ারটি ১০ শতাংশ বেশি দামে বিক্রি হয়েছে।

তবে খুব বেশি শেয়ার বিক্রি হয়নি। ১২ বারে মাত্র ৪৬৭টি শেয়ার হাতবদল হয়েছে, টাকার অংকে যার দাম প্রায় ১০ হাজার ২৭৪ হাজার টাকা।

জেএমআই হসপিটাল ২০২০-২১ অর্থবছরে এ কোম্পানি মোট মুনাফা করেছে ২২ কোটি ৫০ লাখ টাকা।

জেএমআই হসপিটাল লিমিটেডের ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০টি শেয়ার আছে। এর মধ্যে ৩২ দশমিক ৩২ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে দশমিক ৩৯ দশমিক ২৩ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ২৮ দশমিক ৪৫ শতাংশ শেয়ার আছে।

কোম্পানির পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১০৯ কোটি ৪৫ লাখ টাকা।কোম্পানিটির বাজার মূলধন ২৫০ কোটি ৫৯ লাখ টাকা।