রোজায় পুঁজিবাজারে লেনদেন ১০টা-২টা

ব্যাংকের সময়ের সঙ্গে মিল রেখে আসন্ন রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ২টা নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2022, 01:59 PM
Updated : 30 March 2022, 01:59 PM

বুধবার নিয়ন্ত্রক সংস্থার এ বিষয়ক নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।

বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, রোজায় সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লেনদেন হবে।

সাধারণ সময়ে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

আর রোজায় দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী বলে নির্দেশনায় বলা হয়েছে।

সরকার রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে।