বেশির ভাগ শেয়ারের দাম কমেছে পুঁজিবাজারে

বেশির ভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2022, 12:25 PM
Updated : 30 March 2022, 12:25 PM

গত কয়েকদিন থেকেই বাজারে সার্বিকভাবে প্রায় প্রতিদিনই অধিকাংশ শেয়ারের দাম কমছে। এরমধ্যে একদিন সূচক বাড়ছে তো পরদিনই কমছে। যেদিন বেশি মূলধনের কোম্পানির দাম বাড়ছে, সেদিন সূচক ঊর্ধ্বমুখী থাকছে, না হলে কমে যাচ্ছে।

তারল্য প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি ইউক্রেইন যুদ্ধের প্রভাবসহ নানা কারণে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কমেছে। একারণে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তারল্য বাড়াতে ব্যাংক ও বীমাকে বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে। আলোচনার পাশাপাশি চিঠিও দিয়েছে। অন্যান্য অংশীজনের সঙ্গেও নিয়মিত বৈঠক করছেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। এরপরও বাজার গতি পাচ্ছে না।

সপ্তাহের চতুর্থ দিন বুধবারও বাজারচিত্র গত কয়েকদিনের মত প্রায় একই রকম ছিল। দিন শেষে প্রধান বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১১ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ৬ হাজার ৭৫৩ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনও আগের দিনের তুলনায় ১৮ দশমিক ৩৭ শতাংশ বা ১৮০ কোটি ২৯ লাখ টাকা কমে ৮০১ কোটি ৩৩ লাখ টাকায় নেমেছে। আগের কর্মদিবসে যা ছিল ৯৮১ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার ডিএসইতে ৫৪ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ২৯ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ১৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৯টির এবং কমেছে ২০৫টির। অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৩ দশমিক ৯৩ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৫ দশমিক ৬০ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো লিঃ, প্রভাতী ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, সোনালী পেপার, বিডি কম, নাহী অ্যালুমিনিয়াম, অরিয়ন ফার্মা ও লাফার্জহোলসিম।

দাম বাড়ার শীর্ষ ১০

জনতা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ও পদ্মা ইসলামি লাইফ।

দর হারানোর শীর্ষ ১০

আইসিবি ফার্স্ট অগ্রণী ব্যাংক মিঃ ফাঃ, মনোস্পুল পেপার, তমিজুদ্দিন টেক্সটাইল, বিডি অটোকারস, শমরিতা হসপিটাল, নর্দান জুট, মেঘনা সিমেন্ট, বিএসসিসিএল, আমরা নেটওয়ার্ক ও জিপিএইচ ইস্পাত।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে।

এ বাজারে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

বেশির ভাগের দাম কমায় প্রধান সূচক সিএএসপিআই ২৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৭৫ দশমিক ৩৫ পয়েন্টে।

বুধবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৫১ শতাংশ বা ৮ কোটি ৭২ লাখ টাকা কমে ২২ কোটি ৯৭ লাখ টাকা হয়েছে। আগের দিন যা ছিল ৩১ কোটি ৬৯ লাখ টাকা।