আবার এগ্রিগেট ব‌্যবসার অনুমোদন পেল লাফার্জহোলসিম

আবার এগ্রিগেট বিক্রির অনুমোদন পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2022, 07:05 PM
Updated : 28 March 2022, 07:05 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিমেন্ট কোম্পানিটি জানিয়েছে, মাঝে কিছুদিন বন্ধ রাখার পর শিল্প মন্ত্রণালয় চুনাপাথর (যা এগ্রিগেট নামে পরিচিত) বিক্রি ও উৎপাদনের আগের স্থগিতাদেশ তুলে নিয়ে আবার অনুমোদন দিয়েছে।

এ খবরে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ বেড়ে সবশেষ ৭৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। ঢাকার বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয় এ কোম্পানির।

২০২১ সালের জানুয়ারিতে এগ্রিগেট বিক্রি শুরু করে লাফার্জহোলসিম। তবে স্থানীয় পাথর ব্যবসায়ীদের আপত্তিতে ওই বছর ১৬ সেপ্টেম্বর এগ্রিগেট বিক্রি ও উৎপাদন করতে মানা করে দেয় শিল্প মন্ত্রণালয়।

এর পর থেকে বন্ধই ছিল এ ব্যবসা।

এবার অনুমোদন পাওয়ার পরপরই এগ্রিগেট উৎপাদন ও বিক্রি শুরু করার কথা জানিয়েছে কোম্পানিটি।

শিল্প মন্ত্রণালয় বলেছে, সাময়িকভাবে এ অনুমোদন দেওয়া হয়েছে। এগ্রিগেট বিষয়ক নীতিমালা হলে লাফার্জহোলসিকে আবার অনুমোদন নিতে হবে।    

লাফার্জহোলসিম তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছিল, ৪০ কোটি টাকা খরচ করে বাংলোদেশে এগ্রিগেট তৈরির কারখানা করেছিল। এ কারখানা থেকে ২০২১ সালের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট মুনাফার ১২ শতাংশ এসেছিল।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।