বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলবে মার্কেন্টাইল ব্যাংক

তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংককে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 06:11 PM
Updated : 22 March 2022, 06:11 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বন্ডের প্রতি ইউনিটের দাম হবে পাঁচ হাজার টাকা; সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশ।

কমিশন সভায় ৫০০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এবং ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তোলার শর্ত দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে বন্ড কিনতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরা।

অপরদিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা বন্ড কিনতে পারবেন সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশনগুলো।

বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে বলে মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে।

এটি হবে পার্পেচুয়াল বন্ড অর্থাৎ কোনো ‘ম্যাচিউরিটি ডেট’ থাকবে না।

বন্ডটির ট্রাস্টি হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।