৩ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের তিনটি ব্যাংক রোববার তাদের লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2022, 02:28 PM
Updated : 20 March 2022, 02:28 PM

এর মধ্যে ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ, শাহজালাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক, শাহজালাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের জন্য এই লভ্যাংশের তথ্য জানায় ব্যাংকগুলো।

ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া ২০২১ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি শেয়ারে একজন বিনিয়োগকারী ১ টাকা ৫০ পয়সা করে পাবেন।

২০২১ সালের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ এই লভ্যাংশের সুপারিশ করেছে।

সবশেষ হিসাব বছরে ব্যাংক এশিয়ার মুনাফাও বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের বছর যা ১ টাকা ৭৪ পয়সা ছিল।

বছর শেষে ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমে ১৫ টাকা ২৩ পয়সা হয়েছে, এর আগের বছর যা ৩৪ টাকা ৯৪ পয়সা ছিল।

২০২১ সাল শেষে এ কোম্পানির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা, আগের বছর যা ২৩ টাকা ৩৪ পয়সা ছিল।

শাহজালাল ইসলামী ব্যাংক

শাহজালাল ইসলামী ব্যাংক ২০২১ সালের জন্য ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি শেয়ারে একজন বিনিয়োগকারী ১ টাকা করে পাবেন এবং প্রতি ১০০টি শেয়ারে নতুন ৫টি করে শেয়ার পাবেন।

সবশেষ হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফাও বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের বছর যা ১ টাকা ৮৬ পয়সা ছিল।

শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমে ১ টাকা ১ পয়সা হয়েছে, এর আগের বছর যা ১৬ টাকা ৩৭ পয়সা ছিল।

২০২১ সাল শেষে এ কোম্পানির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা, আগের বছর যা ১৭ টাকা ৪৬ পয়সা ছিল।

আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংক ২০২১ সালের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতি ১০০টি শেয়ারে একজন বিনিয়োগকারী নতুন ৫টি করে শেয়ার পাবেন।

রোববার এ কোম্পানির শেয়ারের দাম আগের দিনের চেয়ে কমে ১৪ টাকা ৬০ পয়সা হয়েছে।

সবশেষ হিসাব বছরে আইএফআইসি ব্যাংকের মুনাফাও বেড়েছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের বছর যা ৬৭ পয়সা ছিল।

বছর শেষে আইএফআইসি ব্যাংকের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ কমে ঋণাত্বক ১৯ পয়সা হয়েছে, এর আগের বছর যা ৪ টাকা ৯৩ পয়সা ছিল।

২০২১ সাল শেষে এ কোম্পানির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৮ পয়সা, আগের বছর যা ১৬ টাকা ৩৫ পয়সা ছিল।