ডিএসইর সাবেক সভাপতি রকিবুর মারা গেছেন

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মো. রকিবুর রহমান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2022, 12:05 PM
Updated : 18 March 2022, 12:05 PM

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

মিডওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান রকিবুর বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

গত ছয় মাসের বেশি সময় তিনি ব্যাংককে চিকিত্সা নিচ্ছিলেন জানিয়ে ডিএসইর কর্মকর্তা শফিকুর বলেন, গত সোমবারে তিনি ঢাকায় ফিরে আসেন। শুক্রবার বাদ এশা বনানী কবরস্থানে রকিবুরকে দাফন করা হবে।

রকিবুর তিনবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন। বিভিন্ন সময় প্রায় ১৮ বছর তিনি ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

দেশের প্রধান এ স্টক এক্সচেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। অটোমেশন, ডিমিউচুয়ালাইজেশন এবং চীনের স্টক এক্সচেঞ্জের কাছে ডিএসইর শেয়ার বিক্রির করার সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রকিবুর শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।