গুলশানে ওয়েস্টিন-২ করছে ইউনিক হোটেল

রাজধানী ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনের আরও একটি শাখা তৈরি করছে ইউনিক হোটেল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড; এজন্য একটি ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2022, 12:42 PM
Updated : 16 March 2022, 12:42 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট।

এতে বলা হয়েছে, ওয়েস্টিন-২ নামে পাঁচ তারকা হোটেলটি হবে বর্তমান ওয়েস্টিনের সম্প্রসারণ।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট গুলশানে অবস্থিত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন এবং বনানীতে অবস্থিত আরেক পাঁচ তারকা হোটেল শেরাটনের মালিক।

কোম্পানিটি জানিয়েছে, নতুন এ হোটেল নির্মাণে তারা বেসরকারি আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকার একটি সমন্বিত ঋণ নিতে সম্প্রতি চুক্তি করেছে।

নতুন হোটেল বানানোর পাশাপাশি এ টাকা থেকে বিদ্যামন হোটেল ওয়েস্টিন হোটেলের সংস্কারও করা হবে বলে ডিএসইতে প্রকাশিত তথ্য জানানো হয়েছে।

ইউনিক হোটেলের পরিচালক করপোরেট ফাইন্যান্স রিয়াদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঋণের পুরো অর্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংকই দেবে।

সমন্বিত (কম্পোজিট) ঋণ হচ্ছে কয়েক ধরনের ঋণের সমন্বয়। এখানে দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদী উভয় ধরনের ঋণ থাকে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেলের শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

কোভিডের কারণে ২০২১ সালে কোম্পানিটি ৯ কোটি ৭১ লাখ টাকা লোকসান করে। তবে লভ্যাংশ দেয় প্রতি শেয়ারে ১ টাকা।

এর আগের বছর ২০২০ সালে কোম্পানিটি ২৮ কোটি ২ লাখ টাকা মুনাফা করে লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা।

পুঁজিবাজারে কোম্পানিটির ২৯ কোটি ৪৪ লাখটি শেয়ার রয়েছে। এর মধ্যে ৪৬ দশমিক ৩ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ২১ শতাংশ শেয়ার, বিদেশিদের কাছে দশমিক ৫৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৫ দশমিক ২১ শতাংশ শেয়ার।

ইউনিক হোটেলের বর্তমান বাজার মূলধন ১ হাজার ৭৭৫ কোটি ২৩ লাখ টাকা এবং পরিশোধিত মূলধন ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। তাদের রিজার্ভের পরিমাণ ১ হাজার ৬৭৮ কোটি ৯৬ লাখ টাকা।