দর কমেছে বেশির ভাগের, বেড়েছে লেনদেন

দ্বিতীয় দিনের মতো বেশির ভাগ শেয়ারের দর কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে; তবে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2022, 12:20 PM
Updated : 15 March 2022, 12:20 PM

নিয়ন্ত্রক সংস্থার দুটি নীতি নির্ধারণী সিদ্ধান্তে ইউক্রেইন যুদ্ধের প্রভাব কাটিয়ে তেজি হয়ে ওঠা পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবারও আগের দিনের মতো দর সংশোধনের রেশ দেখা গেছে।

দিনের লেনদেনের বড় অংশেই ছিল নিম্নমুখী ধারা। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দর হারিয়ে লেনদেন হয়েছে বেশির ভাগ শেয়ার।

তবে বহুজাতিক, বড় মূলধনী কোম্পানি এবং কিছু ব্যাংক ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের দর বাড়ায় প্রধান সূচক ডিএসইএক্স না কমে ঊর্ধ্বমুখীই ছিল।

দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৬৫ দশমিক ৪৮ পয়েন্ট অবস্থান করছে।

মঙ্গলবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক শূন্য ২ শতাংশ বা ৭৯ কোটি ১২ লাখ টাকা বেশি হয়েছে।

মোট ১ হাজার ৬৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৯৮৬ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ঢাকার বাজারে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫১টির এবং কমেছে ১৯৯টির। অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ দশমিক ৬৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৮ দশমিক ৯৭ পয়েন্টে।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতেও সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।

সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮২৫ দশমিক ১৭ পয়েন্টে।

মঙ্গলবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় দশমিক ১২ দশমিক ৭৫ শতাংশ বা ৩ কোটি ৮৩ লাখ টাকা কমেছে।

মোট ২৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩০ কোটি ১ লাখ টাকা।