দর সংশোধনে ৪ দিন পর সামান্য কমলো সূচক

চাঙাভাবের সুযোগ নিয়ে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় চার দিন পর সূচক সামান্য কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2022, 11:53 AM
Updated : 14 March 2022, 11:53 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দর সংশোধনের দিনে লেনদেনও কমেছে কিছুটা।

বেশির ভাগ শেয়ারের দর কমলেও ঢাকার বাজারে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে মাত্র ১ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কমে ৬ হাজার ৭৬৩ দশমিক ৯৩ পয়েন্টে নেমেছে।

এদিন লেনদেনও কিছুটা কমে হয়েছে ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ছিল ৯৯৮ কোটি ৭৪ লাখ টাকা।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৭৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২ দশমিক ৭০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬০ দশমিক ৪৯ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লিমিটেড, ভিএফএসটিডিএল, বিডিকম, অগ্নি সিস্টেম, ওরিয়ন ফার্মা, বিএসসি, কেয়া কসমেটিকস, কুইন সাউথ টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স ও ড্রাগন সোয়েটার।

দাম বাড়ার শীর্ষ ১০

বিডি কম, এনভয় টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, ভিএফএসটিডিএল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, এশিয়ান টাইগার, এনটিসি, মোজাফর হোসেন স্পিনিং ও জিকিউ বলপেন।

দর হারানোর শীর্ষ ১০

আলিফ ইন্ডাস্ট্রিজ, জিল বাংলা, মেঘনা পেট, এমএল ডাইং, আলিফ ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন স্পিনিং, বিডি থাই, এসিএফএল, হাওয়া ওয়েল টেক্সটাইল ও ইয়াকিন পলিমার।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন কমেছে। 

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৭৪ দশমিক ৬১ পয়েন্টে।

সোমবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১১ কোটি ৩৯ লাখ টাকা কমেছে।

মোট ৩০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪১ কোটি ৪১ লাখ টাকা।

সিএসইতে ২৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।