কারখানা সম্প্রসারণে ৯০ কোটি টাকা বিনিয়োগ করবে   মোজাফফর স্পিনিং

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত মোজাফফর হোসেন স্পিনিং মিলস কারখানা সম্প্রসারণের মাধ্যমে উত্পাদন ক্ষমতা বাড়াতে ৯০ কোটি টাকা ব্যয়ের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2022, 05:46 PM
Updated : 6 March 2022, 05:46 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বস্ত্র কারখানাটির পর্ষদ জানিয়েছে, কোম্পানিটি দ্বিতীয় ইউনিট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে, যাতে ১০ হাজার ২০০ স্পিনডেল থাকবে। একইসঙ্গে ২ মেগাওয়াটের একটি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

এজন্য ৯০ কোট টাকা বিনিয়োগ করা হবে। এর মধ্যে ৭০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে এবং ২০ কোটি টাকা উদ্যোক্তারা বিনিয়োগ করবেন।