পুঁজিবাজারে আসছে আরও এক বীমা কোম্পানি

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১৬ কোটি টাকা তোলার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2022, 04:44 PM
Updated : 1 March 2022, 04:44 PM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও এর পাশাপাশি দুটি বন্ড ও একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

মেঘনা ইন্স্যুরেন্স আইপিও প্রক্রিয়া শেষে তালিকাভুক্ত হলে এটি হবে ৫৯ নম্বর বীমা কোম্পানি। 

সভায় ব্যাংক এশিয়া লিমিটেডকে ৫০০ কোটি টাকার এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড নামে একটি ৫০ কোটি টাকার বে মেয়াদি ইউনিট ফান্ডের অনুমোদন দেওয়া হয়।

১৬ কোটি টাকা তুলবে মেঘনা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনে মেঘনা ইন্স্যুরেন্সকে অভিহিত মূল্য ১০ টাকা দরে এক কোটি ৬০ লাখ শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

বীমা কোম্পানিটি আইপিওর মাধ্যমে তোলা অর্থ দিয়ে সরকারি সিকিউরটিজ, পুঁজিবাজার ও স্থায়ী আমানতে বিনিয়োগ করবে। আর বাকি টাকা আইপিও খাতে ব্যয় করবে বলে আবেদনে উল্লেখ করেছে।

আইপিও এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার্স লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

গত ৫ বছরের ভারিত গড় অনুযায়ী, মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় ৫৬ পয়সা।