৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার ২০২১ সালের জন্য বিনিয়োগকারীদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2022, 12:42 PM
Updated : 1 March 2022, 12:50 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার ২০২১ সালের জন্য বিনিয়োগকারীদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ৪৪ টাকা করে লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে।    

তবে গত বছর কোম্পানিটির মুনাফা সামান্য কমেছে। শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৩ টাকা ৮০ পয়সা। আগের বছর যা ছিল ৪৩ টাকা ৯৪ পয়সা।

ইউনিলিভার জানিয়েছে, ২০২১ সালে পণ্য বিক্রি থেকে মুনাফা আগের তুলনায় বাড়লেও সুদের হর কম থাকায় ব্যাংকে রাখা আমানত থেকে কম সুদ পাওয়ার কারণে গত বছরের ইপিএস কমেছে।

বছর শেষে ইউনিলিভার কেয়ারের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বেড়ে হয়েছে ৫১ টাকা ৬৫ পয়সা, যা এর আগের বছর ছিল ২৩ টাকা ৮২ পয়সা।

২০২১ সালে কোম্পানিটির প্রতি শেয়ারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকা ৯০ পয়সা, আগের বছর যা ছিল ১২৩ টাকা ১০ পয়সা।

মঙ্গলবার আরও তিনটি কোম্পানি লভ্যাংশ ঘোষণার খবর দিয়েছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানিটি ২০২১ সালের মুনাফার উপর বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৭৭ পয়সা।   

ডেল্টা ব্র্যাক হাউজিং

কোম্পানিটি ২০২১ সালের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

গত বছর ইপিএস হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৩ পয়সা।

আইপিডিসি

কোম্পানিটি ২০২১ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গত বছর কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর যা ছিল ১টাকা ৯০ পয়সা।